জাতিগত শংসাপত্র পাওয়ার শর্ত:
১। ভারতীয় নাগরিক হতে হবে ।
২।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
৩। তপশিলি জাতি (S. C), তপশিলি উপজাতি (S. T) দাবীর সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র থাকতে হবে ।
কোথায় যোগাযোগ করতে হবে ঃ
যে কোন ব্লক অফিসে পরিদর্শক, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এর কাছে এবং প্রথম প্রজন্মের ক্ষেত্রে অঞ্চল অফিসে (ব্লক এলাকার ক্ষেত্রে) ।
সাবডিভিশন এলাকার ক্ষেত্রে মহকুমাশাসক দপ্তরে ।
কিভাবে আবেদন করতে হবেঃ
অন-লাইনে আবেদন করে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা দিতে হবে ব্লক অফিসে বা মহকুমাশাসক দপ্তরে।আবেদনপত্র জমা দেওয়ার চার সপ্তাহের মধ্যে জাতিগত শংসাপত্র প্রদান করা হয় ।
বিশদ ভাবে জানতে নিকটবর্তী ব্লক অফিসে বা মহকুমাশাসক দপ্তরে যোগাযোগ করতে হবে।
Online Application Link: http://www.castcertificatewb.gov.in/
ছবি সৌজন্যে-Google Play