asian games 2018

এশিয়ান গেমস ২০১৮ আদিবাসী ছেলে মেয়েদের অবদান :

খেলা

Purnima Hembram:

এশিয়ান গেমস এ সোনাজয়ী সপ্না বর্মন এর নাম আমরা সবাই শুনেছি এবং আমাদের গর্বের বিষয় যে উত্তরবঙ্গের একজন মেয়ে সোনা জয় করেছে ।
কিন্তু আর একজনের নাম হয়ত আমরা শুনিনি যে নাকি সপ্না বর্মনের সাথেই ছিলেন এশিয়াড হেপ্টাথলনে চতুর্থ হয়েছে ময়ুরভঞ্জ জেলার ওড়িষ্যার মেয়ে পূর্ণিমা হেমব্রম । হয়ত প্রথম বা দ্বিতীয় হলে সবাই এই নাম টার সাথে অবগত হত । পূর্ণিমা হেমব্রম এর আগেও এশিয়ান চ্যাম্পিয়নশিপ এ ২০১৫ এবং ২০১৭ এ ব্রোঞ্জ জিতেছিলেন । এছাড়াও ২০১৮ কমনওয়েলত গেমস সপ্তম হয়েছিলেন আর ২০১০ এ দিল্লি তে কমনওয়েলত গেমস এ women 4×400  রিলেতে প্রথম হয়েছিলেন।

Jauna Murmu :

জওনা মুরমু ৪০০ মিটার হার্ডল রেস পঞ্চম হয়েছেন ২০১৮ এ জাকার্তা এশিয়ান গেমস এ ময়ুরভঞ্জ জেলার ওড়িষ্যার মেয়ে এর আগেও ২০১০ সালে এশিয়ান গেমস এ চতুর্থ হয়েছিলেন ।

 ভারতীয় পুরুষ হকি দল ২০১৮ এশিয়ান গেমস এ ব্রোঞ্জ জিতেছে, হকি দলের সদস্য হিসেবে ওড়িষ্যার ছেলে বিরেন্দ্র লাকরা এবং মহিলা হকি দল দ্বিতীয় হয়ে সিলভার মেডেল জিতেছে । মহিলা দলের সদস্য ছিল ওড়িষ্যার চার মেয়ে দীপগ্রেস এক্কা ,নমিতা টপ্প ,সুনিতা লাকরা ,লিলিমা মিঞ্জ

 

 

 

 

Source:en.asiangames2018.id

4Shares

2 thoughts on “এশিয়ান গেমস ২০১৮ আদিবাসী ছেলে মেয়েদের অবদান :

Leave a Reply

Your email address will not be published.