About

আদিবাসী সমাজ.কম একটি ইনফোরমেটিপ ওয়েবসাইট যেখানে আদিবাসী সমাজের সংস্কৃতি কালচার জীবন যাপন, বিভিন্ন বিষয়-এর উপর তথ্যর ভাণ্ডার,যার যাত্রা শুরু ১৯ অাগস্ট ২০১৮ । এই পোর্টালটির মাধ্যমে আমাদের আদিবাসী সমাজের দৈনন্দিন খবরাখবর এবং ব্যাক্তিগত  মতামত জানানোর জন্য ব্লগ ও প্রকাশ করা হয় বিভিন্ন লেখক লেখিকার এবং যে কোন বিষয়ের উপর মতামত ও ব্লগ আকারে প্রকাশ করা হয়ে থাকে।এছাড়া কাজের খবর প্রকাশ করা হয়ে থাকে যাতে নিত্যদিনকার কাজের খবর আদিবাসী সমাজের উঠতি ছেলে মেয়েদের কাজে লাগবে । এবং সরকারী সুযোগ সুবিধা গুলোকে ও তুলে ধরা হয়ে থাকে যাতে করে আদিবাসী সমাজের কাছে সুবিধা গুলো পৌছায় । এছাড়া তথ্য হিসেবে নাম করা আদিবাসী গুনিজনদের  কৃতত্ব্য প্রকাশ করা হয়ে থাকে। খেলার খবরাখবর থেকে সমস্ত বিষয় যা আদিবাসী সমাজের সাথে উতপ্রত ভাবে য়ুক্ত সব কিছুই পোর্টালে প্রকাশ করা হয়ে থাকে।

যে উদ্দেশে পোর্টালটি বানানো হয়েছে সমস্ত আদিবাসী সমাজের যোগদানের দ্বারাই এর সাফল্য আসবে আশাকরা যাই আপনারা এই উদ্দেশ্যতে যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলবেন ।